উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবৈধভাবে ভারতে প্রবেশ করে পর্নোগ্রাফিক ভিডিও(pornographic content material) শুট করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক বাংলাদেশি তরুণীকে। সোমবার ঘটনাটি ঘটেছে গুয়াহাটিতে(Guwahati)। জানা গিয়েছে, এদিন দিসপুর পুলিশ গুয়াহাটির একটি হোটেল থেকে এই তরুণী সহ দুজন স্থানীয় ব্যাক্তিকেও গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, ধৃত তরুণীর নাম মীণ আখতার(২২)। ধৃত অপর দুই ব্যক্তির নাম সফিকুল এবং জাহাঙ্গির। এরা দুজনেই আসামের বাসিন্দা বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা গুয়াহাটির সুপার মার্কেটে একটি হোটেলের রুম ভাড়া করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পর্ণগ্রাফিক ভিডিও বানানোর উদ্দেশ্যেই এই হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন তাঁরা। সূত্রের খবর, মীণ আখতার একাই বাংলাদেশ বর্ডার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাঁর কাছে বৈধ কোনও ভিসা বা পাসপোর্ট পাওয়া যায়নি। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বড় অসাধু চক্রের যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
