উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামে (Gurugram Accident) জাতীয় সড়কে গাড়ি উলটে দুর্ঘটনা। শনিবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত একজন।
সূত্রের খবর, গাড়িটি উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। রাজীব চকের দিকে যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে-৪৮ (NH 48)-এর কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। একজন চিকিৎসাধীন রয়েছেন। গুরুগ্রাম পুলিশ ইতিমধ্যে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।