উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন হরিয়ানার গায়ক-র্যাপার রাহুল ফাজিলপুরিয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। সূত্রের খবর, তাঁর গাড়িতে দুটি গুলি চালানো হলেও তিনি অক্ষত অবস্থায় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এই বন্দুক হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গুরুগ্রাম পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
ঘটনাটি ঘটে গুরুগ্রামের বাদশাপুর সাউদার্ন পেরিফেরাল রোডে (SPR)। জানা গিয়েছে, সেই সময় ফাজিলপুরিয়া (আসল নাম রাহুল যাদব) সেক্টর ৭১-এর একটি গ্রামের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। সূত্রের খবর, একটি গুলি রাস্তার ডিভাইডারের মাঝখানে বসানো একটি খুঁটিতে গিয়ে লাগে। তদন্তের জন্য পুলিশ খুঁটিটি তুলে নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, রাহুল হলেন ইউটিউবার তথা বিগ বস ওটিটি সিজন ২-এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু। গত বছর অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জিজ্ঞাসাবাদও করেছিল তাঁকে। একটি মিউজিক ভিডিওতে বিরল প্রজাতির সাপ এবং একটি .৩২ বোরের পিস্তল ব্যবহারের অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফাজিলপুরিয়া জননায়ক জনতা পার্টি (JJP)-র প্রার্থী হিসেবে গুরুগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিজেপির মুকেশ শর্মার কাছে ১.২২ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।