নয়াদিল্লি: স্থগিত আইপিএল শুরু হচ্ছে শনিবার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স। বিদেশি প্লেয়ারদের নিয়ে আশা-নিরাশার দোলাচলে ফ্র্যাঞ্চাইজিগুলি। কাকে পাওয়া যাবে শেষপর্যন্ত তা নিয়ে সংশয় থাকলেও পাখির চোখ প্লে-অফের টিকিটে।
চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ইতিমধ্যে ছিটকে গিয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকা বাকি সাত দল মুখিয়ে শেষ পর্বে মরিয়া হয়ে ঝাঁপানোর জন্য। মেগা লিগ শুরুর আগে চোখ বুলিয়ে নেওয়া যাক, কোন দল কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে।
নক আউটে প্রায় পা বাড়িয়ে রেখেছে গুজরাট টাইটান্স, আরসিবি (দুই দলের ১১ ম্যাচে ১৬ পয়েন্ট), পাঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫)। আর একটা ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত। যদিও তিন দলকে বেলাইন করতে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মুম্বই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪), দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৩), কলকাতা নাইট রাইডার্স (১২ ম্যাচে ১১), লখনউ সুপার জায়েন্টস (১১ ম্যাচে ১০)।
দিল্লি, কলকাতা, লখনউ কিছুটা পিছিয়ে। তবে গ্রুপ লিগের শেষ ল্যাপে বাকি তেরো ম্যাচে নাটকীয় মোড় ঘুরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। শনিবার আরসিবি এবং তারপর চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারালে প্লে-অফের ক্ষীণ আশা বেঁচে থাকবে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণদের। সেখানে বাকি তিন ম্যাচ (গুজরাট, মুম্বই ও পাঞ্জাব) জিতলে প্লে-অফে পৌঁছোতে কারওর মুখাপেক্ষী হতে হবে না দিল্লিকে।
মুম্বই ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের চতুর্থ স্থানে। নেট রানরেটও (১.১৫৬) বেশ ভালো। খারাপ শুরুর পর একেবারে চ্যাম্পিয়ন মেজাজে। শেষ সাতের ছয়টিতেই জিতেছে হার্দিক পান্ডিয়ার টিম। বাকি দুই ম্যাচে (দিল্লি ও পাঞ্জাব) দাপট বজায় রাখতে বদ্ধপরিকর। তবে ছন্দে থাকা দুই বিদেশি রায়ান রিকেলটন, উইল জ্যাকসকে পাওয়া নিয়ে চিন্তা থাকছে মাহেলা জয়বর্ধনেদের।
এদিকে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে দোটানায় দিল্লি ক্যাপিটালস। আন্তর্জাতিক সিরিজের কারণে মুস্তাফিজুরকে খুব বেশি ম্যাচে পাওয়া যাবে না। বাংলাদেশ বোর্ডের থেকে এখনও এনওসি পায়নি বাঁহাতি পেসার। এর সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ‘দিল্লি ক্যাপিটালস’ বয়কটের ডাক! নেটিজেনদের দাবি, বাংলাদেশ প্রতিদিন ভারতের বিরুদ্ধে তোপ দাগছে। পাকিস্তানের প্রতি সমর্থনের কথা প্রকাশ্যেই বলছে। সেই দেশের একজনকে দলে নেওয়া কার্যত দেশবিরোধী কাজের শামিল।
এদিকে প্লে-অফে জস বাটলারকে পাচ্ছে না গুজরাট টাইটান্স। বিকল্প হিসেবে নক আউট পর্বে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে সই করাল শুভমান গিল-আশিস নেহেরার দল। গত সপ্তাহে পাকিস্তান সুপার লিগে খেলেছেন কুশল। তবে পাক লিগ ছেড়ে আইপিএলে যোগ দিচ্ছেন। ২৯ মে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওডিআই সিরিজ। প্লে-অফ পর্বও শুরু হচ্ছে ২৯ তারিখ। ফলে গুজরাটের হয়ে প্লে-অফে অংশগ্রহণ করতে পারবেন না বাটলার।
The put up Gujrat Titans | বাটলারের বদলি মেন্ডিস গুজরাটে, বিদেশি-ইস্যু ঝেড়ে লক্ষ্যে পৌঁছোনোর টক্কর appeared first on Uttarbanga Sambad.