Gujarat Ats | গুজরাটে গিয়ে ছড়িয়ে দেন দেড় লক্ষ টাকার জালনোট! মালদা থেকে অভিযুক্তকে ধরল এটিএস

Gujarat Ats | গুজরাটে গিয়ে ছড়িয়ে দেন দেড় লক্ষ টাকার জালনোট! মালদা থেকে অভিযুক্তকে ধরল এটিএস

শিক্ষা
Spread the love


মালদা: জালনোট (Faux Forex) কারবারে যুক্ত এক কারবারীকে গ্রেপ্তার করে চারদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল গুজরাট এটিএস (Gujarat Ats) ৷ ধৃত ব্যক্তির নাম তাহির শেখ৷ বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখপাড়া এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গুজরাটে গিয়ে দেড় লক্ষ টাকার জালনোট সেখানে ছড়িয়ে আসে বলে অভিযোগ।

আহমেদাবাদ থানার পুলিশ জালনোটের এই মামলায় ৫-৬ জনকে গ্রেপ্তার করে৷ জেরায় উঠে আসে তাহির শেখের নাম৷ অবশেষে শুক্রবার বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় গুজরাট এটিএস তাহির শেখকে গ্রেপ্তার করে মালদা জেলার আদালতের মাধ্যমের ট্রানজিট রিমান্ডে নিয়ে রওনা দেয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক গুজরাট এটিএসের এক অফিসার বলেন, ‘একটি মামলায় আমরা এই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছি৷ তদন্তের স্বার্থে এর থেকে বেশি বলা সম্ভব নয়৷’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *