উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাট্রিমনিয়াল সাইটে (Matrimonial Web site) ফাঁদ পেতে একের পর এক মহিলার সঙ্গে পরিচয়। আড়াই বছর ধরে প্রায় ১৫ জন মহিলাকে ধর্ষণের অভিযোগে গুজরাট (Gujarat) থেকে গ্রেপ্তার (Arrest) করা হল এক যুবককে।
নিজেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়েছিল ওই যুবক। সে আমেদাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়ো প্রোফাইল খোলে সে। সেখান থেকে বেশ কয়েকজন মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর। তাঁদের বিশ্বাস অর্জন করে ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাদের বিশ্বাস অর্জন করার পর তাঁদের বিয়ের প্রতিশ্রুতি দিত ওই যুবক। নিজেকে ধনী পরিবারের ছেলে বলে দাবি করে সে। এভাবে তার সেই ফাঁদে পা দেওয়া শুরু করেন মহিলারা। এভাবে গত আড়াই বছর ধরে ১৫ মহিলাকে সে ধর্ষণ করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, নানা অছিলায় ওই মহিলাদের কাছ থেকে টাকাও নিয়েছে সে। বিষয়টি প্রকাশ্যে আসে যখন ৩১ বছরের এক মহিলা ওয়ালিভ থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলা একা নন, এভাবে আরও মহিলা তার এই কীর্তির শিকার হয়েছেন। এরপর তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ (Police)।