উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেমিকের হাতেই খুন হলেন গুজরাটের (Gujarat) এক মহিলা পুলিশকর্মী (Lady cop)। অভিযুক্ত প্রেমিক নিজেও পেশায় একজন সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। তাঁরা দুজনে লিভ-ইনে থাকতেন বলে জানা গিয়েছে। প্রেমিকাকে খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন (Give up) অভিযুক্ত সিআরপিএফ জওয়ান।
সূত্রের খবর, মৃত পুলিশকর্মীর নাম অরুণা নাটুভাই যাদব। তিনি গুজরাটের কচ্ছ জেলার অঞ্জর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে বাড়িতেই তাঁকে শ্বাসরোধ করে খুন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান প্রেমিক দিলীপ ডাংচিয়া। এরপর শনিবার সকালে অরুণা কর্মস্থল অঞ্জর থানাতে এসেই আত্মসমর্পণ করেন দিলীপ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অরুণা মূলত সুরেন্দ্রনগরের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি অঞ্জরে থাকতেন। অন্যদিকে, দিলীপ মণিপুরে কর্মরত একজন সিআরপিএফ জওয়ান। তিনিও অরুণার পাশের গ্রামেরই এক বাসিন্দা। ২০২১ সালে ইনস্টাগ্রামে দুজনের আলাপ হয়। এরপর তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর থেকেই লিভ-ইনে থাকতে শুরু করেন দুজনে। কিন্তু শুক্রবার গভীর রাতে কোনও বিষয় নিয়ে অরুণা এবং দিলীপের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ। অভিযোগ, এরপর তিনি শ্বাসরোধ করে খুন করেন অরুণাকে।
ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় পুলিশ একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে দুজনের মধ্যে বচসা বেঁধেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে।