উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ভিক্ষপীড়িত গাজার মানুষের জন্য স্পেন থেকে ত্রাণ নিয়ে যাওয়া সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য সমাজকর্মীদের জাহাজ বহরকে মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইজরায়েলি বাহিনী। অভিযোগ উঠেছে, এই ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়, যা সম্পূর্ণভাবে বেআইনি। যদিও ইজরায়েলের বিদেশ মন্ত্রক জাহাজ আটকের বিষয়টি স্বীকার করে যাত্রীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
গত মাসে স্পেন থেকে মোট ৪৫টি জাহাজে করে খাবার, ওষুধ-সহ অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রী নিয়ে ‘গ্লোবাল সামাড ফ্লোটিলা’ গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। রাষ্ট্রপুঞ্জ যখন গাজায় দুর্ভিক্ষের চরম আশঙ্কার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করছে, ঠিক সেই পরিস্থিতিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছিলেন গ্রেটা ও তাঁর সহকর্মীরা।
ফ্লোটিলার পক্ষ থেকে সম্মিলিত বিবৃতিতে জানানো হয়েছে যে, বুধবার গাজার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ ‘আলমা’, ‘সিরিয়াস’, ‘আদারা’-এর মতো বেশ কয়েকটি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় বেআইনিভাবে আটকে দেওয়া হয় এবং জাহাজগুলির মধ্যে যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিবৃতিতে ইজরায়েলের এই কাজের তীব্র নিন্দা করা হয়েছে।
অন্যদিকে, ইজরায়েলের বিদেশ মন্ত্রক সমাজমাধ্যমে জানিয়েছে, “ফ্লোটিলার জাহাজগুলি নিরাপদে আটকানো হয়েছে এবং তার যাত্রীদের ইজরায়েলি কোনও বন্দরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেটা এবং তাঁর বন্ধুরা সুস্থ, সুরক্ষিত রয়েছেন।” গ্রেটা থুনবার্গ ছাড়াও এই নৌবহরে ছিলেন নেলসন ম্যান্ডেলার পৌত্র মান্ডলা ম্যান্ডেলা এবং ফরাসি-প্যালেস্টাইনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান-এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।
এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে। তুরস্কের বিদেশমন্ত্রী ইজরায়েলের এই পদক্ষেপকে সরাসরি ‘সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও জুন-জুলাই মাসে জলপথে গাজায় ত্রাণ পৌঁছানোর একাধিক প্রচেষ্টা ইজরায়েলি বাহিনীর হাতে বাধা পেয়েছে।
স্পেন থেকে যাত্রা শুরু করার পরেও ফ্লোটিলা একবার বাধার মুখে পড়েছিল টিউনিশিয়ায়, যেখানে তাঁদের ওপর ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেখানে প্রায় দশ দিন আটকে থাকার পর গত ১৫ সেপ্টেম্বর তাঁরা পুনরায় গাজার পথে যাত্রা শুরু করেছিল। সেই আবহেই এবার ঘটে গেল এই ঘটনা।