Grenade Assault | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

Grenade Assault | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমৃতসরের একটি মন্দিরে (Amritsar temple) গ্রেনেড হামলার (Grenade Assault) মূল অভিযুক্তের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে (Police encounter)। সোমবার ভোরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অভিযুক্ত গুরসিদক সিং নামে ওই তরুণ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মৃত্যু হয় অভিযুক্তের। কিন্তু এই সুযোগে গুরসিদকের সহযোগী আরও এক অভিযুক্ত বিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গত শুক্রবার রাতে মন্দিরে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহী তরুণ মন্দির লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে বলে অভিযোগ। এরপরই অভিযোগ পেয়ে দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অভিযানে নামে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, রাজাসানসি এলাকায় দুষ্কৃতীদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এরপরই তাদের পাকড়াও করতে সিআইএ এবং ছেহর্তা পুলিশের সমন্বয়ে একটি দল গঠন করা হয়।

এরপর মঙ্গলবার ভোরে পুলিশকে দেখে বাইকে চেপে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। সেই গুলিতে বাম হাতে আঘাত পান হেড কনস্টেবল গুরপ্রীত সিং এবং আরেকটি গুলি ইন্সপেক্টর অমোলক সিংয়ের পাগড়িতে গিয়ে লাগে। এরপরই আত্মরক্ষার জন্য ইন্সপেক্টর বিনোদ কুমার পালটা গুলি চালান। আর সেই গুলিতেই গুরসিদক আহত হন। সেই সুযোগে সহযোগী বিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আহত পুলিশ আধিকারিক ও অভিযুক্ত গুরসিদককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে মৃত্যু হয় গুরসিদকের। এদিকে, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *