উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাদা চুল কালো করতে আমরা বাজারচলতি রং সচরাচর ব্যবহার করে থাকি। কিন্তু এসব ব্যবহারের ফলে চুলের অবস্থা কিন্তু আরও খারাপই হয়।
তবে ঘরোয়া উপায়ে চুল কালো করতে চাইলে চা ব্যবহার করতে পারেন। চায়ের লিকারের মতো প্রাকৃতিক কন্ডিশনার খুব কমই আছে। চুল রং করতে চা কীভাবে ব্যবহার করবেন, সেই উপায়ই রইল (Gray Hair Cures)।
লিকার চা ফুটিয়ে
এক কাপ ঈষদুষ্ণ জলে তিনটে লিকার চায়ের টি-ব্যাগ ও ২ চা চামচ গুঁড়ো চা ফেলে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ চুলে মাখতে হবে। আধ ঘণ্টার মতো রেখে তারপর শ্যাম্পু করে নিন।
লিকার চা-মেথি-আমলকির মিশ্রণ
তিন কাপ জলে ২ চা চামচ চায়ের গুঁড়ো, ৩ চা চামচ আমলকির গুঁড়ো ও ২ চা চামচ মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই মিশ্রণ চুলে মেখে ঘণ্টা দুয়েক রাখতে হবে। তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
চা ও কফির মিশ্রণ
দু’কাপ জলে ২ চা চামচ কফি ও ৩ চা চামচ গুঁড়ো চা ভালো করে ফুটিয়ে নিন। জলের রং গাঢ় হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এই মিশ্রণ চুলে মেখে রাখতে হবে ঘণ্টা দুয়েক। তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।