লাটাগুড়ি: চারদিন পর গরুমারার নিখোঁজ হাতি রামিকে পিলখানায় (Pilkhana) ফেরাতে সক্ষম হল বন দপ্তর। বৃহস্পতিবার গরুমারার (Gorumara) অন্তত ১০টি কুনকি হাতি দিয়ে ঘিরে রামিকে ফেরানো হয় পিলখানায়। গর্ভবতী রামিকে সুস্থ অবস্থায় ফেরাতে পেরে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনকর্তারা।
গরুমারার মাদি কুনকি হাতি রামির বয়স ২২। ছোটবেলায় মেদিনীপুর জঙ্গলে সে দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেই সময় তাকে উদ্ধার করে আনা হয় জলদাপাড়ায়। কয়েকদিন সেখানে রাখার পর তাকে নিয়ে আসা হয় গরুমারায়। ধীরে ধীরে প্রশিক্ষণ দিয়ে তাকে কুনকি হাতি তৈরি করে বন দপ্তর। জঙ্গল পাহারা থেকে লোকালয়ে কোনও বন্যপ্রাণী বেরিয়ে এলে তাকে ফেরত পাঠানোর মতো কাজ একাধিকবার দক্ষতার সঙ্গে করেছে রামি। তবে এর আগেও নিজের পিলখানা ছেড়ে জঙ্গলে পালিয়ে থাকার রেকর্ড রয়েছে তার।
পরিবেশপ্রেমী অনিমেষ বসু বলেন, ‘যতই প্রশিক্ষণ দিয়ে এই কুনকি হাতিদের আটকে রাখা হোক না কেন, সুযোগ পেলেই জঙ্গলে পালিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। বিভিন্ন জায়গায় থাকা কুনকি হাতিদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বারবার। রামির ক্ষেত্রে চিন্তার বিষয় ছিল সে গর্ভবতী। জঙ্গলে যখন কোনও বুনো হাতি প্রসব করে তখন তাকে দলের অন্যান্য হাতিরা বিভিন্নভাবে সাহায্য করে। তবে রামি যেহেতু কুনকি হাতি সেক্ষেত্রে তার বিপদ ছিল বেশি।’
রামিকে আগে থেকেই সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছিল। প্রতিদিনের মতো রবিবারও তাকে মূর্তি নদীতে স্নান করাতে নিয়ে গিয়েছিল তার মাহুত। ফেরার সময় হঠাৎই মেজাজ বিগড়ে যায় রামির। মাহুত কোনওকিছু বুঝে ওঠার আগেই তাকে রেখে গভীর জঙ্গলে ঢুকে যায় রামি। তারপর থেকেই শুরু হয় রামিকে খোঁজার পালা। গত কয়েকদিন ধরেই দিনরাত এক করে রামিকে জঙ্গল থেকে পিলখানায় ফেরত আনার চেষ্টা করে যািচ্ছল বন দপ্তর। কিন্তু তার কাছেপিঠে বনকর্মী, মাহুত অন্য কুনকি হাতিরা গেলেই সে দূরে পালিয়ে যাচ্ছিল। তাই গত কয়েকদিন ধরে তাকে দূর থেকে অন্য কুনকি হাতি দিয়ে ঘিরে রাখা হয়েছিল।
তবে বৃহস্পতিবার রামশাইয়ের মেদলা ক্যাম্প থেকে জলঢাকা নদী পেরিয়ে নাথুয়ার জঙ্গলের কাছাকাছি এলাকায় অপারেশন শুরু করে বন দপ্তর। ১০টি কুনকি হাতি নিয়ে রামির চারপাশের বৃত্ত ক্রমশ ছোট করে আনা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় এদিন দুপুরে তাকে ফিরিয়ে আনা হয় পিলখানায়। গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে জানান, তাকে ফিরিয়ে আনার পর পশু চিকিৎসক দিয়ে তাকে পরীক্ষাও করা হয়েছে। দিনকয়েক তাকে পর্যবেক্ষণে রাখা হবে।