উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিহারে ব্যবসায়ী গোপাল খেমকাকে খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। ওই ব্যবসায়ীকে শুক্রবার গভীর রাতে গুলি করে খুন করা হয়। ঘটনার জেরে শোরগোল পড়ে রাজ্যে। প্রশ্ন ওঠে নাগরিকদের সুরক্ষা নিয়েও।
মূল অভিযুক্ত উমেশকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। অপর অভিযুক্ত বিকাশের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে পাটনার মালসালামি এলাকায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের।
পুলিশের তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতে বাড়ির গেটের ঠিক বাইরে গাড়িতে ছিলেন খেমকা। সেই সময় গাড়ির কাছে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। পুলিশ জানতে পারে, অভিযুক্তদের একজন উমেশ। তিনিই শুটার। অপরজন বিকাশ। উমেশকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এবার এনকাউন্টার নিহত হলেন অপর অভিযুক্ত। এছাড়া খুনে সুপারি দেওয়ার যোগসূত্রে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, মগধ হাসপাতাল এবং বেশ কয়েকটি পেট্রোল পাম্পের মালিক ছিলেন খেমকা। জমি সংক্রান্ত বিবাদের জেরে সাত বছর আগে হাজিপুরে তাঁর ছেলেকে খুন করা হয়েছিল।
এদিকে, এই খুন নিয়ে নীতিশ কুমারের সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। প্রশ্ন তুলেছে আমজনতার নিরাপত্তা নিয়ে। এর জেরে বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়েছে জেডিইউ এবং বিজেপির জোট সরকার। সরকারের তরফে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স এবং পাটনা পুলিশের যৌথ দল তদন্ত করছে।