Golden Temple | স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স গান মোতায়েন করা হয়েছিল! কী জানাল ভারতীয় সেনাবাহিনী?

Golden Temple | স্বর্ণমন্দিরে এয়ার ডিফেন্স গান মোতায়েন করা হয়েছিল! কী জানাল ভারতীয় সেনাবাহিনী?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Assault) পর ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে নামে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাক ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। এরপর পালটা আঘাত হানে পাকিস্তান। প্রত্যাঘাত করে ভারতও। এমন পরিস্থিতিতে এমন কিছু প্রতিবেদন ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় অমৃতসরের স্বর্ণমন্দিরের (Golden Temple) ভিতরে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছিল। তবে মঙ্গলবার এই বিষয়ে অস্পষ্টতা দূর করেছে ভারতীয় সেনাবাহিনী।

সরকারি বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় অমৃতসরের শ্রী দরবার সাহিব (স্বর্ণমন্দির) প্রাঙ্গণে কোনও এয়ার ডিফেন্স গান বা অন্য কোনও এয়ার ডিফেন্স সম্পদ মোতায়েন করা হয়নি।’ স্বর্ণমন্দির কর্তৃপক্ষের তরফেও স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় সেনার পক্ষ থেকে তাঁদের সঙ্গে এই বিষয়ে কখনও যোগাযোগ করা হয়নি। মন্দির চত্বরে কোনও ক্ষেপণাস্ত্র বসানোর কথা তাঁরা জানেন না।

তাৎপর্যপূর্ণভাবে ভারতীয় সেনারই এক অফিসার লেফট্যানেন্ট জেনারেল সুমের ইভান ডিকুনহার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, স্বর্ণমন্দির কর্তৃপক্ষ তাঁদের মন্দির চত্বরে এয়ার ডিফেন্স গান বসাতে অনুমতি দিয়েছিল। এমনকি পাক ড্রোন ভালো করে দেখার জন্য নাকি মন্দিরের আলোও প্রয়োজন মতো বন্ধ করা হয়েছিল। তবে পরবর্তীতে ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানানো হল, এমন কিছুই হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *