ঘোকসাডাঙ্গা: পাচারের আগেই ৬৮ কেজি গাজা সহ ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘটনায় জড়িত ২ জন পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি পানিশালা এলাকায় ও অপর দুই জনের বাড়ি নদিয়ায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার পুন্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়ক দিয়ে দুটি বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচার হওয়ার আগাম খবর পেয়ে, ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাসের নেতৃত্বে একদল পুলিশ জাতীয় সড়কে ওত পেতে বসে ছিল। গাড়ি দুটি ওই এলাকা অতিক্রম করার সময়ে তাদের পিছু ধাওয়া করে পুলিশ। গাড়ি দুটো দ্রূত গতিতে জাতীয় সড়ক থেকে নেমে উনিশবিশার আমবাড়ি এলাকা দিয়ে পালানোর সময়ে একটি গাড়ি গ্রামের রাস্তার পাশে উলটে দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু ওই গাড়িতে থাকা ২ জনই পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পেছনে থাকা আরেকটি গাড়িকে আটক করা হয়। গাড়িতে থাকা তিন জনকে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি দুটির বিভিন্ন স্থানে তৈরি বিশেষ চেম্বার থেকে ৪৯ টি ছোট ছোট প্যাকেটে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার হয়, যার পরিমান প্রায় ৬৮ কেজি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।