ঘোকসাডাঙ্গা: লোকসভা ভোটের পর পুলিশ কে দিয়ে দল ভাঙিয়ে তাঁদের দলের প্রধান, পঞ্চায়েতদের নিজেদের দলে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতার পুটিমারি গ্রামে মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের বাড়িতে যান শুভেন্দু। সম্প্রতি সুশীল বর্মনের বাবা মারা গিয়েছেন। তাই তাঁকে সমবেদনা জানাতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন শুভেন্দু। আর সেখান থেকেই এদিন এমন মন্তব্য করেন তিনি।
এদিন বিধায়কের বাড়িতে এসে তিনি দাবি করেন, ভালো দিন আসবে। আর মাত্র কয়েক শতাংশ ভোট বাড়াতে পারলেই এই সরকারের পতন নিশ্চিত বলেও এদিন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পুলিশ কে ব্যবহার করে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে তাঁদের দলের প্রধান,পঞ্চায়েত সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। এরপরেই বিজেপির দখলে থাকা বিভিন্ন রাজ্যের নানা প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিজেপি যা বলে তাই করে।পশ্চিমবঙ্গ কে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না।’ বিজেপির দখলে থাকা দিল্লি, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গ্যাস সিলিন্ডার, মহিলাদের অ্যাকাউন্টে টাকা প্রদান সহ নানা বিষয় এদিন উঠে আসে তাঁর কথায়।
উল্লেখ্য, এদিন বিরোধী দলনেতা কে দেখতে বিকেল থেকেই বিধায়কের বাড়িতে ভিড় জমান কর্মী সমর্থকরা। শুভেন্দুর আসার খবর পেয়ে পশ্চিমবঙ্গ এন আর জিএস কন্ডাক্টর অ্যাসোশিয়েশনর পক্ষ থেকে অতনু দাস ও সনদ ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধিদল এদিন দেখা করেন শুভেন্দুর সঙ্গে। তাঁদের এন আর জিএসের বকেয়া টাকার বিষয়টি এদিন তাঁরা তুলে ধরেন। তাঁদের দাবি, রাজ্যের বিরোধী দল নেতা তাঁদের আশ্বাস দিয়েছেন যে, খুব শীঘ্রই কলকাতায় তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন।