GDP Progress in India | প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধিতে তাক লাগাল ভারত! তবুও আশঙ্কা থাকছেই

GDP Progress in India | প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধিতে তাক লাগাল ভারত! তবুও আশঙ্কা থাকছেই

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে তাক লাগিয়ে দিল ভারতের জিডিপি বৃদ্ধির হার। পূর্বাভাসকে ছাড়িয়ে ২০২৫-২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার (GDP Progress in India) গিয়ে দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। সমীক্ষায় মনে করা হচ্ছিল ভারতের জিডিপির হার ৬-৭ শতাংশের মধ্যেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত এই অঙ্ক যেখানে দাঁড়িয়েছে তা যথেষ্ট উৎসাহব্যাঞ্জক বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এই জিডিপি বৃদ্ধির বেশিরভাগটাই এসেছে পরিষেবা ক্ষেত্র থেকে।

এমনিতে ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক নিয়ে লড়াই এই মুহূর্তে চরমে। ভারতে উৎপাদিত পণ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছেন। যা নিয়ে চিন্তিত দেশের শিল্পমহল। ভারতের রপ্তানি বাণিজ্য এই সিদ্ধান্তে ভালরকম ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জিডিপির এই বৃদ্ধি দেশের জন্য সুখবর বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি ভারতের উপরে শুল্ক চাপানোর কথা ঘোষণা করতে গিয়ে এ দেশের অর্থনীতি ‘মৃত’ বলে দাবি করেছেন ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিদে ট্রাম্পের সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দেওয়া গেছে। যদিও আমেরিকার শুল্কহার লাগু হওয়ার পর পরের ত্রৈমাসিকগুলিতে জিডিপি বৃদ্ধির হার কি দাঁড়াবে তা নিয়ে আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। কারণ এই রিপোর্ট এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি। এক্ষেত্রে দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্টের দিকে তাকিয়ে আছেন সকলে। মূল্যায়ন সংস্থা মুডি’জ় মনে করছে, চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ঠেকতে পারে ৬ শতাংশে।  তবে দেশের অভ্যন্তরের চাহিদা ও পরিষেবায় অগ্রগতি ভারতকে কিছুটা সাহায্য করবে বলেও জানাচ্ছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *