গাজোল: স্বামীর কাছে মোবাইল চেয়ে না পেয়ে নিজেকে শেষ করে দিলেন এক গৃহবধূ। রবিবার ঘটনাটি ঘটেছে গাজোল-২ গ্রাম পঞ্চায়েতের ছিলিমপুর গ্রামে। এদিন শোবার ঘর থেকে পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম রেনুকা মুদি(২৬)। আট বছর আগে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন পেশায় টোটোচালক বিশ্বনাথ মুদিকে। তাঁদের পাঁচ এবং আড়াই বছরের দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি নিজের মোবাইল খারাপ হয়ে যাওয়ায় ব্যবহার করার জন্য স্বামীর কাছে মোবাইল চেয়েছিলেন রেনুকা। কিন্তু টোটো চালাতে গিয়ে মোবাইলের প্রয়োজন রয়েছে বলে বিশ্বনাথ স্ত্রীকে মোবাইল দিতে চাননি। এরপর টোটো নিয়ে বেরিয়ে যায়। মোবাইল না পেয়ে সে অভিমানে নিজের শোয়ার ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে রেনুকা। ঘরে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দাদু-দিদিমাকে ঘটনাটি জানায় রেনুকার মেয়ে। তাঁরা ছুটে এসে দেখতে পান ভয়ংকর দৃশ্য। এরপরই পাড়ার লোকেদের সহযোগিতায় রেণুকাকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিনই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।