উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার গভীর রাতে গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল। এদিন কলকাতা থেকে ফিরে ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক। জানা গিয়েছে, বিধায়কের বাড়ির বাইরে রাখা গাড়িটিতে গভীর রাতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। তাঁর প্রাণনাশের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করেছেন বিধায়ক।
এই প্রসঙ্গে চিন্ময় দেব বর্মন বলেন, ‘অন্য একটি গাড়ি থাকলেও বেশিরভাগ সময় ওই গাড়িটিই আমি ব্যবহার করি। শুক্রবার ওই গাড়িটিতে করে আমার মালদা যাওয়ার কথা ছিল। কিন্তু স্করপিও গাড়িটিতে না গিয়ে অন্য একটি গাড়িতে আমি মালদা চলে যাই। তারপর সেখান থেকে কলকাতা যাই। পরে চালকের কাছ থেকে জানতে পারি গাড়িটি খুলে বিভিন্ন জায়গায় তার এলোমেলো করে লাগানো হয়েছে। ভাঙচুরও করা হয়েছে বেশ কিছু জায়গায়। সম্ভবত গাড়ি চালানোর সময় আগুন লাগানো বা বিস্ফোরণ ঘটানোর একটা চক্রান্ত করা হয়েছে। কেননা অত্যাধুনিক মডেলের এই গাড়িটি অন্য চাবি দিয়ে স্টার্ট করা গেলেও বেশিদূর নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই চুরি করার উদ্দেশ্যে নয়, নাশকতা ঘটানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে আমার অনুমান। বাড়ির সামনে বাইকের শোরুমে লাগানো সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের কর্মকাণ্ডের ছবি ধরা পড়েছে। প্রায় আধঘণ্টা ধরে গাড়িটির উপর তাণ্ডব চালায় তারা। আমি গাজোল থানায় লিখিতভাবে বিষয়টি জানালাম। আশা করব পুলিশ তদন্ত করে দুষ্কৃতীদের ধরে ঘটনার রহস্য উন্মোচন করবে।’