Gaza | খিদেয় ২১ শিশুর মৃত্যু! ভয়াবহ দাবি গাজার হাসপাতালের

Gaza | খিদেয় ২১ শিশুর মৃত্যু! ভয়াবহ দাবি গাজার হাসপাতালের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গাজায় (Gaza) ইজ়রায়েলের (Israel) হামলার পাশাপাশি তীব্র খাদ্যসংকটে ভুগছেন বাসিন্দারা। দিনের পর দিন অর্ধাহার এমনকী অনাহারেও কাটাতে হচ্ছে অসহায় শিশুদের।

সোমবারে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপুঞ্জের (Commonwealth of Nations) মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres)। তিনি জানিয়েছিলেন, গাজার মানুষের জীবন শেষ হয়ে আসছে। মানুষকে বাঁচিয়ে রাখার যে শেষ লাইফ লাইন সেটিও ভেঙে পড়ছে।

এরপরেই মঙ্গলবার গাজার আলশিফা হাসপাতালের (Alshifa Hospital) প্রধান জানিয়েছেন, গত তিন দিনে প্যালেস্তাইন এলাকায় অপুষ্টি এবং অনাহারের কারণে ২১টি শিশুর মৃত্যু হয়েছে। আলশিফা, দেইর এল বালাহের আল আকসা শহিদ হাসপাতাল ও খান ইউনিসের নাসের হাসপাতালে ওই শিশুগুলির মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, ২১ মাসের বেশি সময় ধরে গাজায় সংঘাত চলছে। ওই সময়ে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ১০১ জনের। এদের মধ্যে ৮০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। তাদের মধ্যে ১২ জন শিশু

আলশিফা হাসপাতালের পরিচালক মহম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, বর্তমানে গাজায় প্রায় নয় লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় ভুগছেন। এদের মধ্যে প্রায় ৭০ হাজার শিশু। হাসপাতালগুলিতে প্রতি মুহূর্তে অপুষ্টি এবং অর্ধাহার বা অনাহারে আক্রান্ত লোকজন আসছেন। এমনকী ত্রাণ শিবিরে খাওয়ার নিতে গিয়েও ইজরায়েলি বাহিনীর হামলায় অনেকের মৃত্যু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *