উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার (Pahalgam Terror Assault) প্রতিবাদ করায় খুনের হুমকি ইমেল পেয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইসিস কাশ্মীরের নামে এই হুমকি পেয়েছিলেন তিনি। এই হুমকি পাঠানোর অভিযোগে ২১ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেপ্তার (Engineering scholar arrested) করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গুজরাটের বাসিন্দা ধৃত ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নাম জিগনেশ সিং পারমার (Jigneshsinh Singh Parmar)। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। গ্রেপ্তারের পর জিগনেশকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও জিগনেশের পরিবারের দাবি, তিনি মানসিক রোগে ভুগছেন। হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘তদন্ত করতে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জিগনেশ পারমারের নাম উঠে আসে। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। যদিও জিগনেশের পরিবার জানিয়েছে, ওঁর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।’ এই ঘটনার পেছনে আসলেই কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ। হামলার নিন্দা করে তিনি লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। ভারত পালটা আঘাত হানবেই।’ এরপর বুধবার দুপুরে প্রথম হুমকি মেল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। ‘আইসিস কাশ্মীর’-এর তরফে পাঠানো দু’টি ইমেলেই লেখা ছিল, ‘আই কিল ইউ’। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। অভিযোগ পেয়ে তদন্তে নেমেই জিগনেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।