Gautam Gambhir | ‘ঋষভ নয়, একনম্বর উইকেটকিপার লোকেশ’, দাবি গৌতম গম্ভীরের  

Gautam Gambhir | ‘ঋষভ নয়, একনম্বর উইকেটকিপার লোকেশ’, দাবি গৌতম গম্ভীরের  

খেলাধুলা/SPORTS
Spread the love


আহমেদাবাদ: ভারতীয় দলে বর্তমানে গৌতম গম্ভীর রাজ। গম্ভীরের যে রাজত্বে ওডিআই ফর্ম্যাটে ঋষভ পন্থ নয়, দলের এক নম্বর উইকেটকিপার লোকেশ রাহুল! ইংল্যান্ড সিরিজ জয়ের পর বুধবার এই দাবিই করেছেন ভারতীয় দলের হেডকোচ।

সিরিজের তিন ম্যাচেই খেলেন লোকেশ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও অগ্রাধিকার পান। রিজার্ভ বেঞ্চে কাটান ঋষভ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পরিস্থিতি বদলের সম্ভাবনা ক্ষীণ। গম্ভীরের বক্তব্যে তারই ইঙ্গিত।

গম্ভীর বলেছেন, ‘কাউকে নিয়ে পরিষ্কার করে কিছু বলা কঠিন। তবে দলে যখন রয়েছে, সময় যখন আসবে ঠিক সুযোগ পাবে ঋষভ। এই মুহূর্তে অবশ্য দলের একনম্বর উইকেটকিপার লোকেশ। সঠিকভাবে দায়িত্ব পালন করেও দেখাচ্ছে।’

লোকেশ এবং ঋষভ, দুজনকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা উড়িয়েও দিচ্ছেন। দাবি, ‘একসঙ্গে দুজন উইকেটকিপারকে খেলানোর যৌক্তিকতা নেই। আশাকরি, যখন সুযোগ পাবে কাজে লাগাবে ঋষভ। এর জন্য প্রস্তুত থাকতে হবে। এখন এটুকুই বলতে পারি। নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা করছে লোকেশই।’

সিরিজের প্রথম দুই ম্যাচে অক্ষর প্যাটেল পাঁচ নম্বরে। অথচ, পাঁচে লোকেশের সাফল্য চোখে পড়ার মতো। যদিও পরিসংখ্যান নয়, গম্ভীরের মুখে পরিস্থিতি, ডানবাম কম্বিনেশন অগ্রাধিকার দেওয়ার কথা। অক্ষরকে পাঁচে নামানোর সিদ্ধান্ত সেই ভাবনার ফসল। তাছাড়া প্রতিটি অস্ত্র, বিকল্পকে দেখে নেওয়াও দরকার।

জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি, পেস ব্রিগেড বেশ অনভিজ্ঞ। অর্শদীপ সিং ও হর্ষিত রানার ওডিআই ম্যাচের সংখ্যা যথাক্রমে ৯টি ও ৩টি। ফলে মহম্মদ সামির ওপর তাকিয়ে থাকবে দল। গম্ভীরও গুরুত্ব দিচ্ছেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সামিকে। মাঝেমধ্যে বিশ্রাম দিয়ে যথাসম্ভব তাজা রাখার ওপর জোর দিচ্ছেন। শেষ ওডিআই ম্যাচে সামিকে দলে না খেলানোর কারণ সেটাই।

জসপ্রীত বুমরাহকে না পাওয়া ধাক্কা। তবে যাঁরা আছেন, তাঁদের নিয়েই ভাবতে চান গম্ভীর। যুক্তি, বুমরাহর চোটে তাঁর বা অধিনায়কের কিছু করার নেই। বুমরাহ নিঃসন্দেহে দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেক্ষেত্রে হর্ষিত, অর্শদীপ সিং, মহম্মদ সামিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এগিয়ে আসতে হবে। বুমরাহর অনুপস্থিতিতে বাকিদের জন্য দেশের হয়ে বিশেষ কিছু করে দেখানোর মঞ্চ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি নিয়ে গম্ভীরের যুক্তি, ‘আমরা এমন আরও একজনকে চাইছিলাম যে মাঝের ওভারে উইকেট নেবে। বরুণের অন্তর্ভুক্তির মূল কারণ সেটাই। বেশিরভাগ দল ওকে খেলায়নি। প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারে। ফলে আসন্ন টুর্নামেন্টে এক্স ফ্যাক্টর হবে।’

কিন্তু বরুণের অন্তর্ভুক্তিকে যশস্বী জয়সওয়ালের ছাঁটাইয়ে অনেকেই ক্রিকেটীয় যুক্তি খুঁজে পাচ্ছেন না। গম্ভীরের সাফাই, ‘আমরা প্রথম ম্যাচে যশস্বীকে দেখে নিতে চেয়েছিলাম। ও ভারতীয় দলের ভবিষ্যৎ। আর একটা ইনিংস দিয়ে কাউকে বিচার করা অনুচিত। আসলে দলে ১৫ জনের বেশি নেওয়ার উপায় নেই। আর শ্রেয়স আইয়ার দলের গুরুত্বপূর্ণ অঙ্গ, প্রথম থেকেই এই নিয়ে কোনও দ্বিধাদ্বন্দ্ব ছিল না। চার নম্বরে নেমে গত বিশ্বকাপে ওর পারফরমেন্স ভুলে যাওয়া কঠিন।’

সংক্ষেপে নজরে গম্ভীর

*দলের এক নম্বর উইকেটকিপার এই মুহূর্তে লোকেশ রাহুল। শুরু থেকেই ও খেলবে। সুযোগের অপেক্ষায় প্রস্তুত থাকতে হবে ঋষভ পন্থকে।

*যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটে ভবিষ্যৎ। কিন্তু দলে ১৫ জনের বেশি নেওয়া সম্ভব নয়।

*শ্রেয়স আইয়ার দলের গুরুত্বপূর্ণ অংশ। গত বিশ্বকাপে ওর পারফরমেন্স ভুলে যাওয়া মুশকিল।

*মাঝের ওভারে উইকেট নেওয়ার দক্ষতার কারণে দলে বরুণ চক্রবর্তী। টুর্নামেন্টের এক্স ফ্যাক্টর ও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *