Gautam Adani | নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস আমদানি! মার্কিন তদন্তের মুখোমুখি আদানি গোষ্ঠী

Gautam Adani | নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস আমদানি! মার্কিন তদন্তের মুখোমুখি আদানি গোষ্ঠী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে ইরান (Iran) থেকে ভারতে এলপিজি (LPG) আমদানি করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে (Gautam Adani)। আর এই অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু করেছে আমেরিকার বিচার বিভাগীয় দপ্তর। যদিও সূত্রের খবর, এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে আদানি গোষ্ঠী (Adani Group)। এমনকি এই বিষয়ে তদন্ত সম্পর্কে সংস্থাটি অবগত ছিল না বলেও দাবি করা হয়েছে।

গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে তেল কিংবা পেট্রোকেমিক্যাল পণ্য কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন। এমনকি ইরান থেকে এই পণ্যগুলি কেনা দেশগুলির উপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পারস্য উপসাগর দিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে এলপিজি আমদানি করেছে আদানি গোষ্ঠী। সম্প্রতি বেশ কয়েকটি তেল বহনকারী জাহাজ ওই রুটে দেখা গিয়েছে বলে খবর।

তবে এই ধরনের অভিযোগ সামনে আসতেই মুখ খুলেছে আদানি গোষ্ঠী। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘নিষেধাজ্ঞা এড়িয়ে বা ইচ্ছাকৃতভাবে ইরান থেকে এলপিজি আমদানিতে জড়িত থাকার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করছি আমরা। এই বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কোনও তদন্ত সম্পর্কে আমরা অবগত নই।’ সেই সঙ্গে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই মার্কিন প্রতিবেদন সম্পূর্ণরূপে ভুল অনুমান এবং জল্পনার উপর ভিত্তি করে তৈরি। এমনকি আদানি গোষ্ঠী ইরানের পতাকাবাহী বা সে দেশের মালিকানাধীন কোনও জাহাজকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে না। সংস্থাটির সমস্ত বন্দরের ক্ষেত্রেই এই নীতি মেনে চলা হয়। ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর সুনাম নষ্ট করার জন্য এই ধরনের যড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আদানি গোষ্ঠী একথা জানিয়েছে যে, তারা তৃতীয় কোনও পক্ষের মাধ্যমে তেল কিনে থাকে। যার নথিপত্র যাচাই করা হয় সোহার কিংবা ওমান বন্দরে। আদানি গোষ্ঠী সমস্ত অভিযোগ অস্বীকার করলেও আমেরিকার পরবর্তী পদক্ষেপ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *