রাজু হালদার, গঙ্গারামপুর: স্বাধীনতার পর ৭৭ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও গঙ্গারামপুরে (Gangarampur) ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরাপুকুর থেকে ডাবুকেশরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। বর্ষার সময় এই রাস্তা কার্যত খানাখন্দে ভর্তি হয়ে যায়। ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করা দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষত রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়। রাস্তায় কাদা জমে থাকার কারণে অ্যাম্বুল্যান্স বা দমকলের কোনও গাড়িও গ্রামে ঢুকতে পারে না। এই পরিস্থিতিতে রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা অসিত সরকার বলেন, ‘উত্তর বজরাপুকুরের ভানু মালাকারের বাড়ি থেকে ডাবুকেশরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি পাকা হয়নি আজ পর্যন্ত। বর্ষার সময় এই কাঁচা রাস্তা ভয়াবহ রূপ ধারণ করে। গোটা রাস্তা কাদায় ভর্তি হয়ে যায়। যাতায়াত করা খুবই সমস্যার হয়ে দাঁড়ায়।’
এবিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকারের বক্তব্য, ‘যাদববাটী সহ আমার পাড়ার কেউ অসুস্থ হলে বা কাউকে সন্তানপ্রসবের জন্য হাসপাতালে নিয়ে যেতে হলে চরম সমস্যায় পড়তে হয়। বর্ষার সময় কাদা ভেঙে খুব কষ্ট করে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয়। রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্সও ঢোকে না।’
এবিষয়ে নিত্যযাত্রী সুব্রত প্রামাণিক বলেন, ‘প্রায়ই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। মাটির রাস্তা হওয়ার ফলে অল্প বৃষ্টিতে কাদা জমে যায়। ফলে যাতায়াত করা খুব সমস্যার হয়ে যায়। এখন রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি করা হচ্ছে। তবে দুঃখের বিষয় হল, এই রাস্তা আজ পর্যন্ত পাকা করা হয়নি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল। তাঁর বক্তব্য, ‘এবিষয়ে এখনও কোনও অভিযোগ বা আবেদন পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’