গঙ্গারামপুর: বিপুল পরিমাণ জাল লটারির টিকিট (Pretend Lottery Tickets) সহ ৪ জনকে গ্রেপ্তার (Arrest) করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতরা হল, পুলক সরকার (২৮), সুমন বেসরা (২০), মেহেদী হাসান ইমন (২০) ও পার্থ চক্রবর্তী (২৫)।
গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর (Gangarampur) থানার পুলিশ বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালায়। প্রথমে ধলদিঘি এলাকায় অভিযান চালিয়ে জাল লটারি সহ একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ১ লক্ষ ৫৬ হাজার ৫০০ জাল লটারি টিকিট উদ্ধার হয়। সেই সঙ্গে পাঁচটি কম্পিউটার ও একটি টোটো বাজেয়াপ্ত করা হয়।
এদিন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার জানান, এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় আড়াই কার্টন জাল লটারি টিকিট সহ আরও অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।