শ্রীনগর: লাদাখের গালওয়ান (Galwan) উপত্যকায় এবার ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত জানিয়েছেন, সিয়াচেন হিমবাহ ও গালওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। রবিবারের সরকারি ঘোষণায় বলা হয়েছে, লাদাখকে শুধু সীমান্ত রক্ষার কৌশলগত এলাকা নয়, বরং বিশ্বমানের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও রোমাঞ্চের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।
গুপ্ত বলেন, লাদাখকে এমন এক পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে যেখানে রোমাঞ্চ, শান্তি ও বিশ্বাস—তিনটিই মিলবে। আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠেয় সাংহাই কো-অপারেশন সম্মেলনের সময় এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।