উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার আয়োজনে বৃহস্পতিবার জি২০ গোষ্ঠীর (G20) পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর (S. Jaishankar)। সেখানে তিনি বলেন, শান্তি উন্নয়নের (Peace for Improvement) ভিত্তি, কিন্তু উন্নয়নকে হুমকির সামনে ফেলে কোনওভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এব্যপারে ভারতে অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, অর্থনৈতিকভাবে দুর্বল পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অনিশ্চয়তা কোনও দেশের উন্নতির পক্ষে সহায়ক হতে পারে না। জয়শঙ্কর ওই গোষ্ঠীর সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেন, “ঝামেলা ছাড়া সংলাপ ও কূটনীতি বাড়ানো হোক।”
এছাড়াও তিনি সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে আপোষ না করার আর্জি করেন। এক্স-এ তিনি লেখেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে জি২০ (G20) গোষ্ঠীর সদস্যদের বিশেষ দায়িত্ব রয়েছে, যা স্থিতিশীলতা বাড়াতে এবং একটি ইতিবাচক দিকের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
বৈঠকে ইউক্রেন ও গাজা সংকটের কথা তুলে ধরেছেন জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, সেখানে সংঘাতের ফলে শক্তি, খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছে।
এবিষয়ে তিনি তাঁর মন্তব্য, বিশ্ব যখন সংঘাত, অর্থনৈতিক চাপ ও সন্ত্রাসবাদের মোকাবিলা করছে, তখন বহুপাক্ষিকতা এবং জাতিসংঘের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।”
সংঘাত সমাধানে আন্তর্জাতিক ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য, কিছু দেশ আছে যারা যে কোনও সংঘাত পরিস্থিতিতে দুই পক্ষের সঙ্গে সংলাপ করতে সক্ষম। শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সহায়তা কাজে লাগাতে হবে।