শিলিগুড়ি: বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা। তেলবোঝাই ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষের জেরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। বুধবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির আমায়দিঘি এলাকায় (Fulbari)।
জানা গিয়েছে, এদিন দুপুরে এনজেপির আইওসি থেকে বিমানবন্দরের জন্য পেট্রোল ভরে ট্যাংকারটি ভুটানে যাচ্ছিল। সেই সময় জলপাইগুড়ি থেকে একটি বেসরকারি বাস ১৫ জন যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে আসছিল। কিন্তু আচমকাই ট্যাংকারটির সামনের টায়ার ফেটে যায়। ফলে ট্যাংকারটি বাসের চালকের দিকের অংশের মাঝে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট লেগে যায়। খবর পেয়ে সেখানে ফুলবাড়ির ট্রাফিক আউট পোস্টের কর্তারা পৌঁছান। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত যান দু’টিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।