French Open 2025 | জয় দিয়েই ফরাসি ওপেন শুরু করলেন সিনার, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ফ্রান্সের গ্যাসকেট

French Open 2025 | জয় দিয়েই ফরাসি ওপেন শুরু করলেন সিনার, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ফ্রান্সের গ্যাসকেট

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জয় দিয়েই ফরাসি ওপেন শুরু করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। সোমবার রাতে ফ্রান্সের আর্থার রিন্ডারনেকের বিরুদ্ধে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে জেতেন এই ইটালিয়ান টেনিস মায়েস্ত্রো। এর আগে খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। তারপর মাঝে ৩ মাস নির্বাসিত থাকার পর সোজা ফরাসি ওপেন খেলতে নামলেন তিনি।

২৩ বছরের সিনার ইতিমধ্যেই ৩ টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তিনটি জয়ই এসেছে হার্ড কোর্টে, দুবার অস্ট্রেলিয়ান ওপেন এবং একবার ইউএস ওপেন। গত বছর এই ফরাসি ওপেনেরই সেমিফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারতে হয়েছিল তাঁকে। চলতি বছরে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছেন তিনি। এবার ফরাসি ওপেনও শুরু করলেন জয় দিয়েই। দ্বীতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ আরেক ফরাসি টেনিস প্লেয়ার রিচার্ড গ্যাসকেট। একসময় বিশ্ব ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা বছর ৩৮-এর গ্যাসকেট এখন আর তাঁর সেরা ছন্দে নেই। বর্তমানে তাঁর র‍্যাঙ্কিং ১৬০। তবে দ্বিতীয় রাউন্ডে সিনার-গ্যাসকেট দ্বৈরথে দর্শকদের সমর্থন যে গ্যাসকেটের দিকেই থাকবে সে কথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *