উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্য সভার সাংসদ ইমরান প্রতাপগাড়ি সম্প্রতি সমাজমাধ্যমে একটি কবিতা পোস্ট করেছিলেন। যার প্রেক্ষিতে গুজরাত পুলিশ তাঁর বিরুদ্ধে ‘শত্রুতা ছড়ানোর’ অভিযোগে এফআইআর দায়ের করে। আজ সুপ্রিম কোর্ট সেই এফআইআর খারিজ করে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করে বলেন, ‘মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আদালত সর্বদা বদ্ধ পরিকর।’
এদিন শীর্ষ আদালতে বিচারপতি অভয় এস ওকা ও উজ্জল ভূঁইয়া রায় দিতে গিয়ে জানান, ইমরানের বিরুদ্ধে কোনও অপরাধ প্রমানিত হয়নি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার ক্ষেত্রে গুজরাত পুলিশের অতি উৎসাহের সমালোচনাও করেন তাঁরা। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের বক্তব্য, “চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি প্রকাশের স্বাধীনতা ছাড়া মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। এই অধিকার সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে। একটি সুস্থ গণতন্ত্রে ভিন্ন মতামতের বিরুদ্ধে দমন নয়, বরং পালটা বক্তব্য দিয়ে মোকাবিলা করতে হবে। কবিতা,নাটক,চলচ্চিত্র,স্ট্যান্ড-আপ কমেডি, শিল্প ও সাহিত্য জীবনকে আরও অর্থবহ করে তোলে।”