France | অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডার পর প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল ফ্রান্স! এরপর কে?

France | অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডার পর প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল ফ্রান্স! এরপর কে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার পর এবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স (France)। রাষ্ট্রসংঘে ইজরায়েল ও প্যালেস্টাইন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ডাকা এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) ঘোষণা করেন, ‘ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমার দেশ মধ্যপ্রাচ্যের প্রতি, ইজরায়েল ও প্যালেস্টাইনবাসীর মধ্যে শান্তির জন্য অঙ্গিকারবদ্ধ। আমি ঘোষণা করছি ফ্রান্স প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।’

তবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলেও হামাসের বিরুদ্ধে সরব হয়ে ম্যাক্রোঁ বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দি সব পণবন্দিদের মুক্তি দেওয়া হলে তবেই প্যালেস্টাইন রাষ্ট্রে দূতাবাস খুলবে ফ্রান্স।

প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, লুক্সেনবার্গ, মালটা, আন্দোরা ও সান মারিনো। স্বীকৃতি দিয়েছে পর্তুগালও। যদিও আমেরিকার বিরুদ্ধে গিয়ে বন্ধু রাষ্ট্রগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিলেও গাজায় অভিযান এখনও অব্যাহত রয়েছে ইজরায়েলের। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত সহ ১৫০টি দেশ। সেই তালিকায় এবার যুক্ত হল আরও ৬ দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *