উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে ৭ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মান্নার মৎস্য বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার প্রতিবাদে তামিলনাডুর মৎস্যজীবীরা মাদুরাই-ধনুষকোডি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। ধৃতদের মুক্তির দাবিতে সরব হন তাঁরা।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০০ জেলে ৩৫০টি নৌকায় চেপে মাছ ধরতে বেরিয়েছিলেন। মান্নার উপসাগরের কাছে নোঙর করার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী সাত জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ডালাস, স্লিডন, আরুল রবার্ট, লয়লেন, আরোকিয়া স্যান্ড্রিন, ভাস্কর এবং জেসু রাজা। তাঁদের নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে ৬ অগাস্ট আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে রামেশ্বরম এবং পাম্বান থেকে ১৪ জন জেলেকে গ্রেপ্তার করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছিল।