ফালাকাটা: সপ্তমীর সকালে ফালাকাটা (Falakata) ব্লকের সাতপুকুরিয়া গ্রামে উদ্বার হল দেহ। সোমবার ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাতপুকুরিয়া গ্রামের বুড়িতোর্ষা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুজোর আনন্দ যেন বিষাদে পরিণত হয়। পরে স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ফালাকাটা থানায়। পুলিশ (Police) গিয়ে দেহটি উদ্বার করে। পরে পুলিশের তরফে দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar Hospital) পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রামশাই মুন্ডা (৫৮)। তাঁর বাড়ি সাতপুকুরিয়া এলাকাতেই৷ রাত থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। এদিন সকালে তার দেহ ভাসতে দেখা যায় নদীতে। স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান,বার্ধক্যজনিত কারণে কোনওভাবে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। রাতের দিকের ঘটনা হওয়ায় স্থানীয়রা বুঝতে পারেননি। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।