ফালাকাটা: দেড় বছর আগে ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েত (Falakata) এলাকায় প্রায় ৬ কিমি পাকা রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। দুর্গাপুজোর (Durga Puja 2025) আর ক’দিন বাকি। এদিকে ওই রাস্তার ধারে বেশ কিছু ক্লাবের পুজো রয়েছে। আবার বিরাট দশমী মেলাও হয়। নির্মীয়মাণ রাস্তায় রোজ দুর্ঘটনা ঘটছে। এসব নিয়ে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। শনিবার বাধ্য হয়ে স্থানীয় ভবেশচন্দ্র বালো সরাসরি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) টোল ফ্রি নম্বরে ফোন করে নালিশ জানালেন গ্রামবাসীরা।
কালীপুর থেকে পশ্চিম কাঁঠালবাড়ি,মুসলিমটারি হয়ে বালুরঘাট পর্যন্ত দীর্ঘ রাস্তা। এই রাস্তার কাজের জন্য ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ করেছিল প্রশাসন। স্থানীয়দের দাবি, রাস্তার কাজ তো ঠিকমতো হচ্ছেই না। এই রাস্তায় একটি নালার উপর কালভার্ট তৈরি হয়েছে। সেই কালভার্টের কাজও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ। ক’দিনের বৃষ্টিতে কালভার্টের অ্যাপ্রোচ রোডের মাটি ধসে গেছে। বিপজ্জনকভাবে মানুষ যাতায়াত করছেন। রাস্তাতেও খানাখন্দ। টোটো উলটে যাচ্ছে। তাই পুজোর সময় এই রাস্তায় দুর্ঘটনা আরও বাড়বে বলে স্থানীয়দের আশঙ্কা। ফালাকাটার বিডিও (BDO) বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আর এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান, বৃষ্টির কারণে কাজটি পিছিয়ে গেছে। আবহাওয়া ঠিক হলেই দ্রুত কাজ হবে। এদিকে মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করা ভবেশচন্দ্র বালো জানান, এরপরও কাজ না হলে গ্রামবাসী বৃহত্তর আন্দোলনে নামবেন।