সুভাষ বর্মন,ফালাকাটা: বাইসনের হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালঙ্গি বিট এলাকায়। মৃত বনকর্মীর নাম দুলাল রাভা, বাড়ি চিলাপাতা এলাকায়।
বন দপ্তর সূত্রে জানা গেছে, এদিন দুপুরে জঙ্গলের ভেতরে কর্মরত অবস্থায় দুলালকে আক্রমণ করে একটি বাইসন।ঘটনায় গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি বন দপ্তরের গাড়িতে করেই তাঁকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তাঁর পরিজনরাও দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসেন। ঘটনায় মৃতের স্ত্রী গীতা রাভা ও মেয়ে রাখি রাভা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ এদিনই দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও পারভিন কাশোয়ান জানান, বাইসনের আক্রমণে ওই বনকর্মীর মৃত্যু হয়। তাঁর পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে ও একটি চাকরিও পাবে।