ফালাকাটা: পরিযায়ী শ্রমিকের বাড়িতে হামলা চালাল বুনো হাতি। কিন্তু গৃহবধূর কান্নাতে অবশেষে রণে ভঙ্গ দিয়ে ফিরে যেতে হল গজরাজকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল থেকে একটি হাতি ঢুকে পড়ে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে। সেখানে নিশান কার্জির বাড়িতে হাতিটি তান্ডব চালায়। নিশান পেশায় পরিযায়ী শ্রমিক। এখন তিনি কেরলে আছেন। বাড়িতে রয়েছে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও দুই শিশু সন্তান। এদিন রাতে যখন হাতিটি ঘরের বেড়া ভাঙতে শুরু করে, তখন নিশানের স্ত্রী বেলশ্রী কার্জি দুই সন্তানকে নিয়ে এক ঘরে ঘুমোচ্ছিলেন। শাশুড়ি গীতা কার্জি ঘুমোচ্ছিলেন আরেক ঘরে। হাতির হামলার ঘটনা প্রথমে বুঝতে পারেন গীতা কার্জি। আর বুঝতে পেরেই ওই বৃদ্ধা কোনওভাবে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের ডাকতে যান।
এদিকে দুই সন্তানকে নিয়ে ঘরের ভেতরেই আটকে পড়েন বেলশ্রী। এরপর শোবার ঘরের দু’দিকের বেড়াও ভেঙে ফেলে হাতিটি। ঘরের ভেতরে টেবিলের উপরে থাকা একটি টিভিকেও হাতি শূড় দিয়ে ফেলে দেয়। তারপর রান্না ঘরে হামলা চালায়। আর তখনই প্রাণভয়ে সন্তানদের নিয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করেন বেলশ্রী। সেই কান্নার জেরেই নাকি আধ ঘন্টা তান্ডব চালানোর পর হাতিটি সেখান থেকে চলে যায়। এরপর ঘটনাস্থলে জড়ো হন প্রতিবেশীরাও। তবে হাতির ভয়ে বাকি রাত ওই পরিবারের কেউ আর ঘুমোতে পারেননি। এই প্রসঙ্গে বনদপ্তর অবশ্য জানিয়েছে, আবেদন করলে নিয়ম অনুযায়ী পরিবারটি ক্ষতিপূরণ পাবে।