Falakata | নগ্ন হয়ে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি! যুবককে উত্তমমাধ্যম দিয়ে গাছে বাঁধলেন স্থানীয়রা

Falakata | নগ্ন হয়ে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি! যুবককে উত্তমমাধ্যম দিয়ে গাছে বাঁধলেন স্থানীয়রা

ভিডিও/VIDEO
Spread the love


ফালাকাটা: নগ্ন হয়ে দুই মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিল গ্রামে রবিবার সকালে ওই দুই মহিলা যখন সকালে রাস্তায় হাঁটছিলেন তখন ওই তরুণ হঠাৎই নগ্ন অবস্থায় দুজনের পিছু ধাওয়া করে। দুই মহিলার সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। দুই মহিলার মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। তরুণের সঙ্গে ধস্তাধস্তিতে দুজনই মাটিতে পড়ে যান। অন্তঃসত্ত্বা মহিলা কিছুটা জখম হন। যদিও তারপরই এলাকা থেকে চম্পট দেয় ওই তরুণ। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই তরুণের বাড়িতে চড়াও হয়। অভিযুক্তকে ধরে রাস্তার মোড়ে নিয়ে এসে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ ওই তরুণকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে জখম মহিলা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাদা জানান, ওই ছেলেটি কেন এরকম করল জানি না। তার কঠোর শাস্তি চাই। স্থানীয় একাংশের বক্তব্য, ছেলেটি এমনিতে ভালো। আগে কখনও এরকম করেনি৷ আবার কেউ কেউ বলছেন, ছেলেটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তবে পরে অভিযুক্ত তরুণকে জিঞ্জাসা করলে সে এরকম কিছুই করেনি বলে দাবি করে। তরুণের মা জানান, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *