Falakata | এখনও কবিগানের আসরে ভিড় জমে বালুরঘাটে

Falakata | এখনও কবিগানের আসরে ভিড় জমে বালুরঘাটে

ভিডিও/VIDEO
Spread the love


ফালাকাটা: কবি ও বাউলগানের কদর দিন-দিন কমছে। তবে এখনও ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের বালুরঘাটে সর্বজনীন বাসন্তীপুজো উপলক্ষ্যে কবি ও বাউলগানের আসর বসানো হয়। সেই গান শুনতে আট থেকে আশি সবার ভিড় উপচেও পড়ে। কবিতার ছন্দে কবিদের লড়াই জমে ওঠে। আর কবিতা শুনে শুনে সন্তানরা যাতে কবিতা পাঠে আগ্রহী হয় সেজন্য অভিভাবকদের অনেকেও ছেলেমেয়েকে নিয়ে আসেন আসরে। বলছেন পুজো উদ্যোক্তারা।

চন্দন দাস নামে এক অভিভাবকের কথায় সেপ্রসঙ্গ উঠেও এল। বললেন, ‘কবিতার ছন্দে গান শুনে শুনে সন্তানের যাতে কবিতা শেখা ও বলার প্রতি আগ্রহ বাড়ে, সেজন্যই ছেলেকে নিয়ে গান শুনতে আসি।’ আবার আধ্যাত্মিক বিষয়ে আলোচনা শুনতে ভিড় করেন প্রবীণ বাসিন্দারা।

বালুরঘাট বাসস্ট্যান্ডের পাশেই বাসন্তীপুজোর আয়োজন করা হয়। পাশ দিয়ে বইছে চরতোর্ষা নদী। সেই নদীতে গত শনিবার হয়ে গিয়েছে অষ্টমী স্নান। তবে সপ্তমী তিথি থেকেই এখানে কবিগান হচ্ছে। পুজোমণ্ডপের সামনেই বসছে গানের আসর। গত শুক্রবার ও শনিবার সেখানে কবিগান পরিবেশন করেছেন বলরাম সরকার ও গোপাল সরকার। ছন্দে ছন্দে তাঁদের মন্তব্য আর পালটা মন্তব্যে আসর জমে উঠেছে। আর রবিবার নবমী তিথিতে বসেছে বাউলগানের আসর। এই বাউলগানে শিল্পী ছিলেন দুজন৷ এদিন অধিক রাত অবধি বাউলগান পরিবেশন করেন শিল্পী শিখা পাল ও বাবুল সরকার।

পুজো কমিটির সম্পাদক অনন্ত দাসের কথায়, ‘এখানে বাসন্তীপুজো মানেই কবি বা বাউলগানের আসর। এখন আর আশপাশ এলাকায় সেভাবে এসব গানের আসর হয় না। তবে আমরা প্রতি বছরই এই আয়োজন করি। কারণ এধরনের অনুষ্ঠানের জনপ্রিয়তা কিন্তু এখনও রয়েছে।’

এদিন অষ্টম শ্রেণির সীমা দাসকে নিয়ে বাউল গান শুনতে এসেছিলেন স্থানীয় বধূ সন্ধ্যা দাস। তাঁর কথায়, ‘আমরা তো ছোটবেলায় গ্রামের নানা প্রান্তে এসব গান শুনতাম। কিন্তু এখন আর আগের মতো সব জায়গায় গানের আসর বসে না। তবে বালুরঘাটে প্রতি বছর গান হয়। আর এসব গানে কবিতার ছন্দে কবিদের লড়াই দেখা যায়। সেজন্য মেয়েকে নিয়ে গান শুনতে এসেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *