Faculty scholar drowns | শিবের মাথায় দেওয়ার জন্য জল আনতে গিয়ে বিপত্তি, অজয় নদীতে তলিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার

Faculty scholar drowns | শিবের মাথায় দেওয়ার জন্য জল আনতে গিয়ে বিপত্তি, অজয় নদীতে তলিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বারাবনি ও আসানসোলঃ বাঙালিদের শ্রাবণ মাসের শেষ সোমবার সাতসকালে মর্মান্তিক ঘটনা। মন্দিরে শিবের মাথায় দেওয়ার জন্য বাঁকে করে জল আনতে গিয়ে অজয় নদীতে তলিয়ে মৃত্যু হল দশম শ্রেণির স্কুল পড়ুয়ার। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার পানুরিয়ার রুনাকুড়াঘাটে। মৃতের নাম কল্যান দাস (১৪)। বাড়ি বারাবনি থানার জামগ্রামের ব্রাহ্মণ পাড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বারাবনির জামগ্রামের কয়েকজন স্কুল পড়ুয়া এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারাবনির পানুরিয়ায় রুনাকুড়াঘাটে অজয় নদীতে বাঁকে করে জল আনতে যায়। তারা জল ভরতে নদীতে নামতেই তলিয়ে যায় কল্যান। বিষয়টি নজরে আসতেই কল্যানকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেয় স্থানীয়রা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে জল থেকে তাঁরা অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত কল্যাণ দাস জামগ্রাম হাইস্কুল থেকে ২০২৬ সালের  মাধ্যমিক পরীক্ষার্থী। সাতসকালে এই খবর আসার পরে জামগ্রাম ও আশেপাশের এলাকায় শোকে ছায়া নেমে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *