উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাজল, আই লাইনারের সঙ্গে মাস্কারা ব্যবহার না করলে যেন চোখের মেকআপ সম্পন্ন হয় না। মাস্কারার কাজ মূলত চোখের পাতা ঘন করা (Eyelashes)। তবে কোনও প্রসাধনীর ব্যবহার ছাড়াও, চোখের পাতা ঘন করতে পারেন। এই কাজের জন্য ভরসা করতে পারেন তিন ঘরোয়া উপকরণেই।
ভিটামিন ই
চোখের পাতা ঘন করতে বেশ উপকারী ভিটামিন ই। এই ভিটামিন হালকা হাতে চোখের পাতায় লাগিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, ব্যবহারের সময় যেন চোখে চলে না যায়। ভিটামিন ই লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মুছে ফেলতে পারেন।
নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ
নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে চোখের পাতায় এই তেলটি লাগিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিন। মুখ ধোয়ার আগে পাতলা কাপড় দিয়ে মুছে নিন। সপ্তাহে ৪-৫ দিন এটি করতে পারেন।
ক্যাস্টর অয়েল
ফ্যাটি অ্যাসিড থাকায় ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতে সাহায্য করে। ঘুমোনোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। দিন কয়েকের মধ্যেই চোখের পাতা ঘন হয়ে উঠবে।