Eye Infections | বর্ষায় বাড়ে চোখের সংক্রমণ, সন্তানের চোখের যত্ন নিতে বাবা-মায়ের কী করণীয়?

Eye Infections | বর্ষায় বাড়ে চোখের সংক্রমণ, সন্তানের চোখের যত্ন নিতে বাবা-মায়ের কী করণীয়?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষার সময়ে বড়দের থেকে চোখের সংক্রমণে (Eye An infection) বেশি ভোগে ছোটরাই। তাই এই সময়ে শিশুদের চোখের বাড়তি যত্ন নেওয়া উচিত বাবা-মায়ের। শিশু যদি বলে, চোখ জ্বালা করছে বা চোখ দিয়ে জল পড়ছে, অথবা যদি দেখেন চোখ লাল হয়ে ফুলে উঠেছে, তাহলে সতর্ক হতে হবে। অনেক সময়ে ঘাম জমে ও হাতের ধুলোময়লা লেগে নানা রকম ব্যাকটিরিয়া ও ছত্রাকের সংক্রমণ হতে পারে চোখে। তাই শিশুদের চোখের যত্ন নিতে কী করতে হবে?

১. চোখ পরিষ্কার রাখতে হবে। প্রতি দন চোখ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।

২. রোদচশমা পরাতেই হবে। ইউভি-এ ও ইউভি-বি রশ্মি প্রতিহত করতে পারে, এমন সানগ্লাস কিনতে হবে।

৩. শিশুর চোখে হালকা লালচেভাব দেখলে অনেক অভিভাবকই চিকিৎসকের পরামর্শ না নিয়ে স্টেরয়েড জাতীয় আই ড্রপ দিয়ে দেন তাদের চোখে। এই ভুল করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও আই ড্রপ ব্যবহার করা যাবে না।

৪. শিশুকে শেখাতে হবে, হাত না ধুয়ে যেন বারবার চোখে হাত না দেয়। নরম সুতির রুমাল রেখে দেবেন শিশুর স্কুলব্যাগে। রুমাল দিয়ে মুখ ও চোখ মোছা শেখাবেন।

৫. ধুলো-ধোঁয়ায়, স্যাঁতসেঁতে আবহাওয়ায় চোখের অ্যালার্জি হতে পারে ছোটদের। শিশু যদি ঠিকমতো বোর্ড দেখতে পাচ্ছে না বলে, বারবার চোখ রগড়ায়, চোখ থেকে জল গড়ানোর মতো সমস্যা থাকে, তখনই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *