উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহিতে(United Arab Emirates) ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় তরুণী শেহজাদি খানের ফাঁসি(Execution of Shahzadi) হয়ে গিয়েছে বেশকিছুদিন আগেই। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর ফাঁসি হয় আরব আমিরশাহির আইন মোতাবেক। আর এই খবরটি ভারতীয় বিদেশ মন্ত্রক সোমবার জানিয়েছে দিল্লি হাইকোর্টে। উল্লেখ্য, ৩৩ বছর বয়সি এই ভারতীয় তরুণী একটি ৪ মাসের শিশুর খুনের দায়ে অভিযুক্ত ছিলেন। অতিরিক্ত সলিসিটার জেলারেল চেতন শর্মা জানান, আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় বিদেশ মন্ত্রককে ২৮ তারিখ এই খবর দেয় সেদেশের প্রশাসন। আগামী ৫ মার্চ আবু ধাবিতে ওই তরুণীর শেষকৃত্য হবে বলেও এদিন জানান তিনি।
প্রসঙ্গত, মেয়ে কেমন রয়েছে? মেয়ে কি আদৌ বেঁচে রয়েছে নাকি তাঁর ফাঁসি হয়ে গিয়েছে, এসব বিষয়ে জানার জন্য শাহজাদির উদ্বিগ্ন বাবা সাবির খান কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি সোমবার হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে ওঠে। সেখানেই বিদেশ মন্ত্রকের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা এই কথাগুলি জানান। এরপরেই বিচারপতি ঘটনাটিকে ‘দুঃখের এবং দুর্ভাগ্যজনক’ বলে মামলাটির নিষ্পত্তি করে দেন।
উল্লেখ্য, শাহজাদি উত্তরপ্রদেশের বান্দা জেলার বাসিন্দা ছিলেন। ২০২১ সালে তাঁকে এদেশ থেকে পাচার করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। আবু ধাবিতে এক দম্পতির চার মাসের সন্তানকে দেখাশোনার কাজে নিযুক্ত ছিল সে। ওই শিশুটির আচমকা মৃত্যু হলে শাহজাদিকেই সেই মৃত্যুর জন্য দায়ি করে ওই দম্পতি। যদিও প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন শাহজাদি। কিন্তু সেখানকার আদালত এই মামলায় শাহজাদিকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা দেয়।