EXCLUSIVE: প্রকাশ ঝাঁ-এর ছবিতে এবার অভিষেক বঙ্গতনয়া মালবিকার, কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

EXCLUSIVE: প্রকাশ ঝাঁ-এর ছবিতে এবার অভিষেক বঙ্গতনয়া মালবিকার, কোন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


শম্পালী মৌলিক: টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে অভিষেক হতে চলেছে বঙ্গতনয়া মালবিকা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে টলিউডে স্বনামধন্য পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মালবিকা। অভিনয় করেছেন স্বনামধন্য পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’ ছবিতে। এছাড়াও এই প্রজন্মের পরিচালক রাজ চক্রবর্তী , শুভ্রজিৎ মিত্রের ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবির পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও মালবিকা জনপ্রিয় মুখ। এবার টলিউডের পাশাপাশি বলিউডে কাজ শুরু করে আপ্লুত অভিনেত্রী। প্রকাশ ঝা-এর ছবিতে এবার অভিনয় করবেন মালবিকা। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোনের ওপার থেকে নতুন কাজ নিয়ে আপ্লুত অভিনেত্রী ভাগ করে নিলেন অনুভূতি।

মালবিকা বলেন, ” ছবির নাম ‘জনদেশ’। এটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ছবি। এই ছবিতে আমার চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, কোনও বাঙালি মেয়ের চরিত্র নয়। খোলসা করলাম কারণ অনেকেই মনে করেন যে , বাঙালি মেয়ে অভিনয় করছেন মানেই বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এমনটা একেবারেই নয়। এই ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশ। তাই আমার চরিত্রতাও সেভাবেই নির্মিত হয়েছে। মুম্বইয়ের বদলে এই ছবির শুটিং হয়েছে ঝাঁসি, গোয়ালিয়র-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। ছবির শুটিংও ইতিমধ্যেই শেষ। আমি এরকম একটা ছবিতে কাজ করতে পেরে আপ্লুত। এটা আমার প্রথম হিন্দি ছবি এবং একইসঙ্গে প্রকাশ ঝা-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার জীবনের বড় প্রাপ্তি। দেবীপক্ষে একটা ভালো খবর দিতে পারলাম সবাইকে নিজের অভিনয় নিয়ে। সবটা মিলিয়ে খুবই ভালো লাগছে।”

প্রথম হিন্দি ছবি নিয়ে অভিনেত্রী মালবিকা যারপরনাই আপ্লুত তা তা অভিব্যক্তিতেই স্পষ্ট। তবে বড়পর্দায় কাজ করলেও মালবিকা সমানতালে চালিয়ে যাচ্ছেন তাঁর অন্যান্য মিউজিক ভিডিওর কাজও। অন্যদিকে প্রকাশ ঝা-এর পরিচালনায় এই ছবি বড়পর্দায় আগামী ২০২৬ সালে মুক্তি পাবে। যা বছরের শুরুতেই মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। এই ছবির পরিচালনাই শুধু নয় একইসঙ্গে এই ছবির প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন খোদ প্রকাশ ঝা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *