Excessive Poverty Charge Drops | দারিদ্র্য দূরীকরণে বড় সাফল্য ভারতের, কী বলছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট?

Excessive Poverty Charge Drops | দারিদ্র্য দূরীকরণে বড় সাফল্য ভারতের, কী বলছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দারিদ্র্য দূরীকরণে সাফল্য পেল ভারত। বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত এক দশকে ভারতে ‘চরম দারিদ্র্য’ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১১-১২ সালে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১ শতাংশ, ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫.৩ শতাংশে।

বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত এক দশকে দেশে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন প্রায় ২৭ কোটি মানুষ। আর্থ-সামাজিক উন্নয়নের নিরিখে এটি ‘উল্লেখযোগ্য সাফল্য’ বলে রিপোর্টে বলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১১-১২ সালে যেখানে দেশে চরম দারিদ্র্যসীমার নীচে ছিলেন ৩৪ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার মানুষ। ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজারে। অর্থাৎ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন ২৬ কোটি ৯২ লক্ষ ৩০ হাজার মানুষ।

বিশ্বব্যাংকের রিপোর্ট রিপোর্ট মোতাবেক, ২০১১-১২ সালে মোট দরিদ্রের ৬৫ শতাংশ ছিলেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ- এই পাঁচ রাজ্যের মানুষ। ২০২২-২৩ সালে তা দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

২০২০ সালের করোনা-পর্বে ভারতে অন্তত ৫.৬ কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নীচে চলে গিয়েছিলেন বলে ২০২২ সালে বিশ্বব্যাংকর ‘পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছিল। যদিও সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট, সেই ধাক্কা সামলে নিয়েছে ভারত। ২০১১-১২ সালে ভারতে ‘চরম দরিদ্র’ জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৩৪ কোটি। ২০২২-২৩ সালে তা নেমে এসেছে সাড়ে সাত কোটিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *