ERO-AERO | রাজ্যে এসআইআর কি আসন্ন? দ্রুত ইআরও, এইআরও-র শূন্যপদ পূরণের নির্দেশ

ERO-AERO | রাজ্যে এসআইআর কি আসন্ন? দ্রুত ইআরও, এইআরও-র শূন্যপদ পূরণের নির্দেশ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ২৯ অগাস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে নির্বাচন নিবন্ধন আধিকারিক (ERO) ও সহকারি নির্বাচন নিবন্ধন আধিকারিক (AERO) নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। বুধবার নবান্ন (Nabanna) থেকে এনিয়ে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, বৈঠক শেষে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রশ্ন উঠছে রাজ্যে কি তবে এসআইআর (SIR) আসন্ন?।

নবান্ন সূত্রে খবর, একাধিক কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় গোটা রাজ্যে এখনও প্রায় ৬১২টি পদ ফাঁকা। অথচ ভোটের নিরিখে ইআরও-এইআরওদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ আধিকারিকদের সাময়িকভাবে এইআরও-র দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন অনিবার্য। সেই কারণেই বাড়তি সতর্কতায় জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়েছে নবান্ন। এদিকে বুথ সংখ্যা বাড়ার ফলে বিএলও-র সংখ্যাও বাড়াতে হচ্ছে। ইতিমধ্যে নতুন নাম পাঠানো হয়েছে কমিশনে। সে অনুমোদনও মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *