English Bazar | আগ্নেয়াস্ত্র যাচাই করতে গিয়ে গুলিবিদ্ধ তরুণ! চাঞ্চল্য ইংরেজবাজারে

English Bazar | আগ্নেয়াস্ত্র যাচাই করতে গিয়ে গুলিবিদ্ধ তরুণ! চাঞ্চল্য ইংরেজবাজারে

শিক্ষা
Spread the love


মালদা: আগ্নেয়াস্ত্র যাচাই করতে গিয়ে গুলিবিদ্ধ খোদ তরুণ। বর্তমানে ওই তরুণ মালদা মেডিকেলের পুলিশ সেলে চিকিৎসাধীন। তাঁর হেপাজত থেকে উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ তরুণের নাম অপূর্ব ঘোষ ওরফে বুবাই (২২)। বাড়ি ইংরেজবাজার ব্লকের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের রামকেলি এলাকায় (English Bazar)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে কিছু করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন ওই তরুণ। সেই গুলি তাঁর বাঁ পায়ের পাতায় গিয়ে লাগে। এরপর স্থানীয়দের কাছ থেকে এই খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার অন্তর্গত লুকোচুরি ক্যাম্পের পুলিশ।

এরপর ওই তরুণের বাড়ি থেকে একটি পাইপগান ও একটি সাত মিলিমিটারের পিস্তল উদ্ধার হয়। সেই সঙ্গে উদ্ধার হয়েছে পাইপগানের দুই রাউন্ডগুলিও। ইংরেজবাজার থানার পক্ষ থেকে আদালতে ধৃতের গ্রেপ্তারির কথা জানানো হয়েছে। মেডিকেল থেকে ছাড়া পেলেই ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

এদিকে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, নির্বাচনের মুখে সাধারণ মানুষকে ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র-বোমা নিয়ে মহড়ায় নেমে পড়েছে শাসক শিবির। তবে পালটা তৃণমূলের দাবি, সারা ভারতবর্ষজুড়ে হিংসার রাজনীতি করছে বিজেপিই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *