Engine Catches Fireplace | মাঝ আকাশে ইঞ্জিনে আগুন! লস অ্যাঞ্জেলেসে তড়িঘড়ি জরুরি অবতরণ বোয়িং বিমানের

Engine Catches Fireplace | মাঝ আকাশে ইঞ্জিনে আগুন! লস অ্যাঞ্জেলেসে তড়িঘড়ি জরুরি অবতরণ বোয়িং বিমানের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি বোয়িং বিমানে (Boeing)। উড়ানের কিছুক্ষণ পরই মাঝ আকাশে বিমানের বাঁ দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় (Engine Catches Fireplace)। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (Los Angeles Worldwide Airport) বিমানটিকে জরুরি অবতরণ (Emergency touchdown) করাতে বাধ্য হন পাইলট। ফলে বরাতজোরে রক্ষা পায় আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের (Delta Air Strains) বোয়িং বিমানটি।

সূত্রের খবর, ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং বিমানটি প্রায় ২৪ বছরের পুরোনো। শুক্রবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পরই বিমানের ক্রু সদস্যরা ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি দেখতে পান। এরপরই পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সঙ্গে মাঝ আকাশ থেকে ফিরে আসার জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি প্রথমে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি অবতরণের সময় পর্যন্ত স্থিতিশীল উচ্চতা এবং গতি বজায়ই রেখেছিল। ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও ফুটেজেও বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুনের বিষয়টি স্পষ্ট ধরা পড়েছে।

এদিকে, বিমানবন্দরে আগের থেকেই প্রস্তুত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বিমানটি অবতরণের পরই আগুন নিভিয়ে যাত্রীদের ধীরে ধীরে নিরাপদের বিমান থেকে বের করে আনা হয়। তবে এই ঘটনায় বিমানের কোনও যাত্রী আহত হননি বলেই খবর। কী কারণে ইঞ্জিনে আগুন লাগল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

উল্লেখ্য, চলতি বছরে এনিয়ে দ্বিতীয়বার ডেল্টা এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা সামনে এল। এর আগে জানুয়ারি মাসেও ব্রাজিলের সো পাওলো যাওয়ার পথে একই সমস্যার সম্মুখীন হয়েছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। যার ফলে উড়ানের পরই ফের আটলান্টায় ফিরে যেতে বাধ্য হয়েছিল বিমানটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *