Encounter in Udhampur | জম্ম ও কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, তুমুল গুলির লড়াই চলছে উধমপুরে

Encounter in Udhampur | জম্ম ও কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, তুমুল গুলির লড়াই চলছে উধমপুরে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্ম ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, উধমপুরের বসন্তগড় গ্রামে কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে এদিন ভোরে জঙ্গলে ঘেরা গ্রামটিতে অভিযান চালায় সেনা এবং পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী। চার দিক থেকে গ্রামটি ঘিরে ফেলা হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযোগ, অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। তবে এখন পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়ায় লিখেছে ‘অপারেশন বিহালি’ চলছে। পোস্টে আরও বলা হয়েছে, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসন্তগড়ের বিহালি এলাকায় ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। অভিযান চলছে।’

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগামে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় ২৬ জন নিহত হন। সেই ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে, আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। তার আগে জঙ্গি দমনে কড়া পদক্ষেপ করা হচ্ছে। জোরদার অভিযান চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *