Emergency | লন্ডনের প্রেক্ষাগৃহে উঠল ভারতবিরোধী স্লোগান! খলিস্তানি তাণ্ডবের জেরে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

Emergency | লন্ডনের প্রেক্ষাগৃহে উঠল ভারতবিরোধী স্লোগান! খলিস্তানি তাণ্ডবের জেরে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই শো চলাকালীনই লন্ডনের (London) একটি সিনেমা হলে (Cinema corridor) তাণ্ডব চালাল খলিস্তানিরা (Khalistani)। এই বিক্ষোভের জেরে ইংল্যান্ডের (England) কয়েকটি শহরে ছবিটি দেখানো আপাতত বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে লন্ডনের হ্যারো ভ্যু সিনেমা হলে ‘ইমার্জেন্সি’ ছবিটি দেখানো হচ্ছিল। সেই সময় আচমকাই সেখানে ঢুকে পড়ে খলিস্তানিদের একটি দল। এরপরই ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন মুখোশ পরা খলিস্তানিরা। উপস্থিত দর্শকদের হাতে একটি করে লিফলেটও বিলি করা হয়। হলে ঢুকেই খলিস্তানিরা চিৎকার করে বলতে থাকেন, ‘ভারত নিপাত যাক।’ যার ফলে সিনেমা হলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি সিনেমাটিও পরে আর সম্পূর্ণ দেখানো হয়নি। যদিও ঘটনার ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। এই প্রতিবাদে কেউ আহত না হওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে খলিস্তানিদের বিক্ষোভের পর ইংল্যান্ডের বার্মিংহাম এবং উলভারহ্যাম্পটনে সিনেমা হলে ছবিটি দেখানো বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রথমে গত বছর ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ইমার্জেন্সি’ ছবিটি। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র না মেলায় ছবিটির মুক্তি পিছিয়ে যায়। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে মুক্তি পেলেও পঞ্জাবের বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে না ছবিটি। এর মধ্যে পাতিয়ালা, অমৃতসর, ভাটিন্ডার মতো শহর রয়েছে। এমনকি বাংলাদেশেও ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *