Emami Wholesome & Tasty celebrates Durga Puja with a novel idol of Maa Durga crafted from atta

Emami Wholesome & Tasty celebrates Durga Puja with a novel idol of Maa Durga crafted from atta

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খড়ের উপর মাটির ছোঁয়ায় প্রতিমা তৈরি হয়েই থাকে। অন্যান্য সামগ্রী দিয়ে প্রতিমা তৈরিও নতুন নয়। তবে এবার পুজোয় কলকাতায় বিশেষ চমক। আটা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। কাজে লাগানো হয়েছে গমের বীজও। সৌজন্যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। ব্যতিক্রমী এই উদ্যোগে অংশ নেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।

Priyanka-Atta-Durga

বুধবার থেকে অভিনব উদ্যোগের সূচনা। আগামী ১৫ দিন ধরে চলবে প্রতিমা তৈরি। আগামী ২ অক্টোবর হবে সিঁদুরখেলা। ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাস আগরওয়াল বলেন, “দুর্গাপুজো হল উৎসবের মরশুম। একে অপরের সঙ্গে মিলেমিশে সুন্দর মুহূর্ত কাটানোর সময়। আমরাও সেরকম উদ্যোগ নিয়েছি। যা পবিত্রতা এবং ঐতিহ্যের চিহ্ন হয়ে থাকবে।”

Emami
ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইমামি অ্যাগ্রোটেক কৌশিক রায়চৌধুরী, ডিরেক্টর ইমামি গ্রুপ বিভাস আগরওয়াল, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

বলে রাখা ভালো, খাদ্যরসিক মানুষের হেঁশেল মানেই এতদিন ইমামি ভোজ্য তেল ও মশলা। ক্রায়োজেনিক গ্রাইন্ডিং প্রযুক্তিতে তৈরি এই তেল ও মশলায় প্রকৃতিক পুষ্টিগুণ ধরে রাখা হয়। সম্প্রতি পণ্য উৎপাদন বাড়িয়ে ইমামি অ্যাগ্রোটেক নিয়ে এল তাদের নতুন পণ্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রেশ চাক্কি আটা। খাঁটি গমের তৈরি এই ফ্রেশ চাক্কি আটায় কোনও কৃত্রিম প্রিজারভেটিভ নেই। ​এই আটা প্রোটিন, ফাইবার ও ভিটামিন বি সমৃদ্ধ। এই আটা দিয়ে তৈরি রুটি অনেকক্ষণ নরম ও টাটকা থাকে। ডিরেক্টর বিভাস আগরওয়াল বলেন, “আমরা চাই উৎসবের মরশুমে পরিবারের সকলে আটার রুটি সকলে উপভোগ করুন।”

Atta-Durga

আটার দুর্গা তৈরির অনুষ্ঠানে প্রথমদিন অংশ নিয়ে আপ্লুত অভিনেত্রী প্রিয়াঙ্কা। তিনি বলেন, “প্রতি বছর পুজোয় নতুন কিছু করার চেষ্টা করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এবার তারা আটা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছে। যা খুবই ভালো।”

Priyanka

ব্যতিক্রমী উদ্যোগ শুধু অভিনেত্রীরই নয়, মন ছুঁয়েছে সকলের। চাইলে যে কেউ এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিতে পারেন। আপনিও আটার দুর্গা তৈরির শরিক হতে পারেন। তাই আর দেরি কীসের? ইমামি হেলদি অ্যান্ড টেস্টির ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিন আপনিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *