উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ইলন মাস্ক (Elon Musk)! ইতিমধ্যেই নাকি তাঁকে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) দেওয়ার জন্য মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। নাম মনোনয়নের জন্য যেতেই খুশি হাওয়া ইলনের অনুগামীদের মধ্যে।
গত বছরও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সের’ (X Deal with) প্রধান ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। গতবার তাঁকে নোবেল পুরস্কারে জন্য মনোনীত করার কারণ হিসেবে বলা হয়েছিল, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক বাক স্বাধীনতা এবং ক্রমবর্ধমান মেরুকরণ করা পৃথিবীতে ব্যক্তির মতপ্রকাশের পক্ষের মানুষ।
এবারেও তাঁর মনোনয়নের প্রধান কারণ, বাকস্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সওয়াল করা। এই দু’য়ের জন্য ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনয়ন করেছেন বলে জানিয়েছেন ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস। প্রসঙ্গত, টেসলা এবং স্পেস এক্স-এর প্রধান ইলন মাস্ক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও বসেছেন তিনি।